আমরা সবাই আম জনতা
নেতার কথায় কাম করি
হর হামেশা পাই না কাছে
তবু নেতার নাম করি!
মন যোগানোর জন্যে তাদের
হন্যে হয়ে পিছ ধরি
কিন্তু কপাল খারাপ বলে
রোজই তাদের মিস্ করি!
নির্বাচনের সময় নেতা
এই আমাদের পিছ্ ধরে
নির্বাচনে জেতার পরই
জনগণকে মিস্ করে!!
নেতার কথায় কাম করি
হর হামেশা পাই না কাছে
তবু নেতার নাম করি!
মন যোগানোর জন্যে তাদের
হন্যে হয়ে পিছ ধরি
কিন্তু কপাল খারাপ বলে
রোজই তাদের মিস্ করি!
নির্বাচনের সময় নেতা
এই আমাদের পিছ্ ধরে
নির্বাচনে জেতার পরই
জনগণকে মিস্ করে!!