পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

আম জনতার ছড়া

আমরা সবাই আম জনতা
নেতার কথায় কাম করি
হর হামেশা পাই না কাছে
তবু নেতার নাম করি!

মন যোগানোর জন্যে তাদের
হন্যে হয়ে পিছ ধরি
কিন্তু কপাল খারাপ বলে
রোজই তাদের মিস্ করি!

নির্বাচনের সময় নেতা
এই আমাদের পিছ্ ধরে
নির্বাচনে জেতার পরই
জনগণকে মিস্ করে!!

ভাবাসার বৈশাখে

সত্য পথে কেউ হাঁটেনি
তাই কী তুমি হাঁটবে না,
কেউ খাটেনা সঠিক ভাবে
তাই কী তুমি খাটবে না?

সুখ পাখিটা কেউ ধরেনি
তাই কী তুমি ধরবে না,
মন ভালো নেই, তাই বলে কী
মনকে ভালো করবে না?

ভবঘুরে হয়েই তুমি
পথে ঘাটে ঘুরবে কী,
মনের ডানায় ভরটা দিয়ে
আকাশ পানে উড়বে কী?

তোমার জন্যে অপেক্ষমান
ডাকছে পাখি ওই শাখে
আর ঘরে নয়, বাইরে এসো
ভালোবাসার বৈশাখে!

ভাঙা মনে দুখের নদী

মনের কথা বলতে গিয়ে
নিজের মতো চলতে গিয়ে
পেলাম যখন বাধা;
বুকের আশা পন্ড করে
মনটাকে দ্বি-খন্ড করে
ভেঙে দিলাম ধাঁধা।

ভাঙা মনে তাইতো এখন
বইছে দুখের নদী
দু:খ ভরা জীবন আমার
চলছে নিরবধি......।