সত্য পথে কেউ হাঁটেনি
তাই কী তুমি হাঁটবে না,
কেউ খাটেনা সঠিক ভাবে
তাই কী তুমি খাটবে না?
সুখ পাখিটা কেউ ধরেনি
তাই কী তুমি ধরবে না,
মন ভালো নেই, তাই বলে কী
মনকে ভালো করবে না?
ভবঘুরে হয়েই তুমি
পথে ঘাটে ঘুরবে কী,
মনের ডানায় ভরটা দিয়ে
আকাশ পানে উড়বে কী?
তোমার জন্যে অপেক্ষমান
ডাকছে পাখি ওই শাখে
আর ঘরে নয়, বাইরে এসো
ভালোবাসার বৈশাখে!
তাই কী তুমি হাঁটবে না,
কেউ খাটেনা সঠিক ভাবে
তাই কী তুমি খাটবে না?
সুখ পাখিটা কেউ ধরেনি
তাই কী তুমি ধরবে না,
মন ভালো নেই, তাই বলে কী
মনকে ভালো করবে না?
ভবঘুরে হয়েই তুমি
পথে ঘাটে ঘুরবে কী,
মনের ডানায় ভরটা দিয়ে
আকাশ পানে উড়বে কী?
তোমার জন্যে অপেক্ষমান
ডাকছে পাখি ওই শাখে
আর ঘরে নয়, বাইরে এসো
ভালোবাসার বৈশাখে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন