পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

আম জনতার ছড়া

আমরা সবাই আম জনতা
নেতার কথায় কাম করি
হর হামেশা পাই না কাছে
তবু নেতার নাম করি!

মন যোগানোর জন্যে তাদের
হন্যে হয়ে পিছ ধরি
কিন্তু কপাল খারাপ বলে
রোজই তাদের মিস্ করি!

নির্বাচনের সময় নেতা
এই আমাদের পিছ্ ধরে
নির্বাচনে জেতার পরই
জনগণকে মিস্ করে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন