পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

ওয়াদা



দশ টাকাতে চাল খাওয়াবো 
বিনা মূল্যে সার- 
ঘরে ঘরে চাকরী দেব 
সমস্যা কী আর? 

বিদ্যুতেরই আলো দিয়ে 
ভরবো সোনার দেশ, 
পানি সংকট দূর হবে আর 
সবাই পাবে গ্যাস। 

'ভিশন' আমার অনেক বড়ো 
টি টুয়েন্টি ওয়ান- 
সবাই থাকো আমার সাথে 
দেশের সকল জোয়ান। 

আধুনিক এক দেশ বানাবো 
সত্যি ডিজিটাল- 
বিনামূ্ল্যে সার দেব আর 
দশ টাকাতে চাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন