পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১১

বেকার


বেকার
Jobless 2
এই সমাজে অনেক আছে বেকার
খবর রাখে বলতে পারো কে কার?
তাদের নিয়ে কেউ ভাবে না
পায় না সময় লেখার-
কাজ করে না, করেটা কী
নেই কেহ তা দেখার!
কাজ না পেয়ে অনেকেই
হচ্ছে যে হাই-জ্যাকার-
অনেকেই সন্ত্রাসী হয়
কিংবা কোন হ্যাকার!
তাদের মাঝেও এই আমাদের
অনেক আছে শেখার-
তারাও যে ভাই পারতো হতে
অনেক কিছুর মেকার!
এই সমাজের অংশ তারা
সমাজটা নয় একার-
কাজ দিলে কী সবাই এমন
থাকতো বসে বেকার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন