
(উৎসর্গ: বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক-কে)রাজপথে কেউ বের হবে না
মিছিল মিটিং করবে না-
প্রশাসনের বিরুদ্ধে কেউ
স্লোগান কভু ধরবে না।
নইলে তোমার ফাটবে মাথা
গ্যাঞ্জি ধরে টান খাবে
প্যান্ট-টা খুলেও নিতে পারে
তখন তোমার মান যাবে!
আর যদি হও মাইয়া তুমি
তাইলে তোমায় বিবস্ত্র-
করবে পুলিশ রাজপথে ঠিক
তোমার হাতে কি অস্ত্র?
ঘরের ভিতর ঘুমিয়ে থাকো
বের হবে না রাজ পথে-
নইলে তোমার মৃত্যুও যে
ঘটতে পারে মাঝ পথে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন