পৃষ্ঠাসমূহ

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

সে

একদিকে তার মুচকি হাসি
অন্যদিকে ভেলকি যে
এই সমাজে তার কারণে
ঘটলো আজব খেল্ কি যে! 

সবার সাথেই প্রতারণা
খুব সহজে করতো সে
বাজ পাখিকে হার মানিয়ে
নিজের শিকার ধরতো সে।

কিন্তু যেদিন ডাকটা এলো
লাল দালানের ঘর থেকে
অমনি চোরা পালিয়ে গেল
পারবে তাকে ধরতে কে?

একদিকে তার মুচকি হাসি
অন্যদিকে ভেলকি যে
এই জীবনের সব দেখেছে
তাও বুঝেনি জেল কি যে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন