পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

বৃষ্টি আমার

বৃষ্টি আমার মন কেড়ে নেয়
টাপুর টুপুর সুর করে,
বুকের ভেতর জমিয়ে রাখা
দু:খ ব্যথা দূর করে।

বৃষ্টি আমার বুকের ভেতর
টাপুর টুপুর গান করে,
অতীতটাকে স্মরণ করায়
হৃদয়টা আনচান করে।

বৃষ্টি আমার চোখ দুটোকে
দেয় জুড়িয়ে খুব করে,
তাইতো আমি বৃষ্টি দেখি
দাড়িয়ে বসে চুপ করে।

বৃষ্টি আমার ভালবাসা
বৃষ্টি আমার পছন্দ,
বৃষ্টি দিয়ে তাইতো গড়ি
কাব্য কথা ও ছন্দ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন