এক.
মে দিবসে বলবো কি আর
একটি কথা বলতে চাই-
শ্রমিকদেরে মানুষ ভেবে
তাদের সাথে চলতে চাই।
আমরাও যে সবাই শ্রমিক
এই কথাটি মানতে চাই-
সকল কাজেই এখন থেকে
শ্রমকে টেনে আনতে চাই!
দুই.
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার
শ্রম যে বিলায় বিজ্ঞানি আর
আদালতে জজ-উকিলে
শ্রম যে বিলায় কেস টুকিলে!
শ্রম দিতে হয় মাস্টারিতে
কিংবা গাছ ও বাঁশ টানিতে
ব্যবসাতেও শ্রম দিতে হয়
নয়তো কিছু কম দিতে হয়।
খেলাধুলা অভিনয়ে
শ্রম দিতে হয় সব সময়ে
পরিশ্রমে ধন যে আনে
তাই সেদিকে মন যে টানে।
মে দিবসে বলবো কি আর
একটি কথা বলতে চাই-
শ্রমিকদেরে মানুষ ভেবে
তাদের সাথে চলতে চাই।
আমরাও যে সবাই শ্রমিক
এই কথাটি মানতে চাই-
সকল কাজেই এখন থেকে
শ্রমকে টেনে আনতে চাই!
দুই.
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার
শ্রম যে বিলায় বিজ্ঞানি আর
আদালতে জজ-উকিলে
শ্রম যে বিলায় কেস টুকিলে!
শ্রম দিতে হয় মাস্টারিতে
কিংবা গাছ ও বাঁশ টানিতে
ব্যবসাতেও শ্রম দিতে হয়
নয়তো কিছু কম দিতে হয়।
খেলাধুলা অভিনয়ে
শ্রম দিতে হয় সব সময়ে
পরিশ্রমে ধন যে আনে
তাই সেদিকে মন যে টানে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন