পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

যে ছেলেটা

যে ছেলেটা রিক্সা ঠেলে
কাগজ টোকায়
বস্তা হাতে ঘুরে;
তার কাছে কেউ যায় না তো ভাই
ঘৃণা করে!
দেয় তাড়িয়ে দূরে।

পথের ধারে ইট ও পাথর ভাঙে যারা
বিক্রি করে
বাদাম, পানি, ফুলের মালা
তাদের তো কেউ দেয় না স্নেহ-
আদর, সোহাগ এনে;
ঘুরে বেড়ায় পথে ঘাটে
ইচ্ছে হলেই নিতে পারো
তাদের তুমি ভালবেসে
তোমার কাছে টেনে।

তাদের পাশে দাঁড়াও-
একমুঠো ভাত পায় না যারা
ভালবাসার পরশ নিয়ে 
তাদের দিকে
খোদার দেয়া হাত দু'টোকে বাড়াও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন