পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

কম খাওয়ার পরামর্শ


কম খাওয়ারও পরামর্শ
দিচ্ছে এখন কর্তারা-
বিল খেলাপী, ঋণ খেলাপী
দিচ্ছে কী ভাই কর তারা?

তারাই আগে বলেছিল
দশ টাকাতে চাল দেবে
বেশ টাকাতে খেলেও এখন
দেখছি তারা গাল দেবে!

চল্লিশ টাকা চালের কেজি
একশ বিশে ডাল দেখ
চিনির বস্তা উধাও হলো
নুন হারাবে কাল দেখ।

পান্তা ভাতে নুনের ছিঁটা
হন্যে হয়ে খুঁজবে কী?
কর্তারা তো 'আরাম বাগে'
জাতির বিপদ বুঝবে কী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন