সময় মতো সাহরী খাবো
রাখবো দিনে রোজা-
জীবন থেকে চাই কমাতে
পাপের কিছু বোঝা।
পড়বো কুরআন অর্থ বুঝে
মানবো খোদার বাণী
রামাদ্বানেই কুরআন শরীফ
নাযিল হলো জানি।
রাতের বেলা পড়বো নামাজ
থাকবো দিনে রোজা-
আঁকা-বাঁকা পথটি ছেড়ে
চলবো পথে সোজা।
আল্লাহ পাকের তসবীহ জপে
দিনটা যাবে কেটে
ইফতারিতে কী আনন্দ
পড়বে দানা পেটে!
রাখবো দিনে রোজা-
জীবন থেকে চাই কমাতে
পাপের কিছু বোঝা।
পড়বো কুরআন অর্থ বুঝে
মানবো খোদার বাণী
রামাদ্বানেই কুরআন শরীফ
নাযিল হলো জানি।
রাতের বেলা পড়বো নামাজ
থাকবো দিনে রোজা-
আঁকা-বাঁকা পথটি ছেড়ে
চলবো পথে সোজা।
আল্লাহ পাকের তসবীহ জপে
দিনটা যাবে কেটে
ইফতারিতে কী আনন্দ
পড়বে দানা পেটে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন