পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

একগুচ্ছ হারানো দিনের ছড়া

পাড়াগাঁয়ের দিনগুলি
১.
মাছরাঙা গাছের ডালে
আকাশপানে বুলবুলি-
দেখতে পেতাম আমরা যখন
পুকুরপাড়ে ফুল তুলি।

নানী বাড়ির পিঠে খাওয়া
খেলার মাঠে ছুটে যাওয়া
আম লিচু জাম কুড়িয়ে নিতাম
আর কুড়াতাম ফুল গুলি।

ঘাস ফড়িঙের পিছে ঘুরে
চলে যেতাম অনেক দূরে
মাঝ পুকুরে সাঁতরে যাওয়ার 
হারিয়ে গেছে দিন গুলি।

২.
পাড়া গাঁয়ের দিনগুলি সব
আজো মনে পড়ে
স্মৃতির পাতায় সব দেখে যে
হৃদয় আমার নড়ে! 

বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে
লাগতো কী যে ভালো
অন্ধকারে পেতাম শুধু
হারিকেনের আলো।

রাত পোহালে ভোরের আযান
আসতো ভেসে কানে
মনটা আমার ভরতো পাখির
কিচির মিচির গানে।

পাড়া গাঁয়ের দিনগুলি সব
আজও মনে পড়ে
ফেলে আসা দিনগুলোতে
যেতে ইচ্ছে করে! 

৩.
যায়না যাওয়া সেই অতীতে
ভাবছি এখন নিজ গতিতে
হারিয়ে যাওয়া দিনের নিকট
থেকেই গেল ঋণ গুলি,
আজও আমার মনে পড়ে
পাড়া গাঁয়ের দিনগুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন