ছড়া লিখছি সেই ১৯৯৭ সাল থেকেই। শুরু থেকেই ছড়া পরিষদ সিলেটসহ বিভিন্ন ছড়া ও সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ততা গড়ে ওঠে। সেই সাথে পত্র-পত্রিকায় প্রচুর লেখালেখি করি। বাংলাবাজার পত্রিকার শিশু-কিশোর বিভাগ হইচই পাতায় প্রতি সপ্তাহে লিখতাম। একই পত্রিকায় চাদের হাট পাতাতেও প্রচুর লিখেছি। দৈনিক ইনকিলাবের ছোটদের পাতা সোনালী আসরে অনেকদিন নিয়মিত লিখেছি। ভোরের ডাক পত্রিকার ছোটদের পাতা ভোরের পাখিতে লিখেছি দীর্ঘদিন নিয়মিত। দৈনিক সংগ্রামের শাহীন শিবির পাতা প্রতি সপ্তাহেই লেখা ছাপা হতো। ভোরের কাগজের ইষ্টিকুটুম, ইত্তেফাকের কচি-কাচার আসর, সংবাদের খেলাঘর, মানব জমিনের কোলাজ, হইহুল্লোড়, আজকের কাগজের ছোটদের পাতা, মাতৃভূমিসহ এক কথায় জাতীয় পত্রিকা প্রায় সবগুলোর শিশু-কিশোর বিভাগেই লিখতাম। পরবর্তীতে প্রথম আলো বন্ধু সভায় লিখেছি, যুগান্তর স্বজন সমাবেশে, আর নয়াদিগন্তের অবকাশ এবং থেরাপি ম্যাগাজিনেও লিখেছি। এছাড়া যুগান্তর, নয়াদিগন্ত, সমকাল ও দৈনিক ডেসটিনিতে লিখেছি সমসাময়িক ছড়া। প্রথম আলোর গোল্লাছুট, যুগান্তরের আলোর নাচন, নয়াদিগন্তের আগডুম বাগডুম, সমকালের ঘাসফড়িঙেও লিখেছি টুকটাক। সিলেটের সকল পত্রিকাতেই আমার লেখা প্রকাশিত হয়েছে। এর মধ্যে সিলেটের ডাক ও সিলেট বাণীতে বেশি লিখেছি। যগভেরী, শ্যামল সিলেট, জালালাবাদ, কাজীরবাজার, সবুজ সিলেটেও কমবেশি লিখেছি বিবিন্ন সময়। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক উষাতেও লিখেছি দীর্ঘদিন।
ছড়া লেখার পাশাপাশি প্রবন্ধ-নিবন্ধ, ছোট গল্প কিংবা কিশোর উপন্যাস এবং ছোটদের উপযোগী সায়েন্স ফিকশন রচনাতেও আমার যথেষ্ট সময় ব্যয় হয়েছে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকা এবং সাময়িকীতে ছাপা হয়েছে এসব লেখা। বিজ্ঞান বিষয়ক জাতীয় মাসিক অহরহ, শিক্ষা বিচিত্রা, ডাক পিয়ন এবং দশদিকসহ ঢাকার অনেকগুলো ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হয়েছে। ছোটদের পত্রিকা, কিশোর কথা ছোটদের কাগজ, কিশোর পত্রিকা, টইটম্বুর প্রভৃতি শিশু-কিশোর পত্রিকায় আমার অনেক লেখা ছাপা হয়েছে। মাসিক কিশোর কণ্ঠ এবং ফুলকুড়ি-তে একসময় নিয়মিত লিখেছি। গোলাপকুড়ি ও কিশোর কণ্ঠে আমার লেখা প্রচ্ছদ রচনাও ছাপা হয়েছে। সব পত্রিকা বা ম্যাগাজিনের কথা এখন আর মনে পড়ে না।
নিজে লেখালেখি করার পাশাপাশি অন্যদেরও লেখালেখি করার সুযোগ তৈরি করে দিয়েছি। ২০০১ সালের শুরুর দিকে ছড়া যোদ্ধা আহমদ সোহেলের সাথে যেৌথভাবে সম্পাদনা করেছি ছড়া সংকলন জ্বালা। ২০০১ সালের মে মাস থেকে ২০০৩ সালের এপ্রিল পর্যন্ত নিয়মিত বের করেছি শিশু-কিশোর পত্রিকা 'কচি'। ২০০৫ সালের জানুয়ারিতে বের করেছি ছড়া বিষয়ক পত্রিকা ছড়াকণ্ঠ এর উদ্বোদনী সংখ্যা। এটা নিয়মিত বের করতে পারিনি। দ্বিতীয় সংখ্যাটি বের করেছি ২০০৫ এর জুন মাসে। ২০০৮ সালের আগষ্ট থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত নিয়মিত বের করেছি মাসিক জকিগঞ্জের ডাক। নিজের লেখা একক বই প্রকাশিত হয়েছে একটি। ২০০৯ সালের বইমেলায় ছোটদের ছড়া নিয়ে প্রকাশিত এ বইটির নাম কিচির মিচির। যেৌথভাবে বের হয়েছে বেশ কয়েকটি গ্রন্থ। এর মধ্যে ছড়া গ্রন্থ হৃদয়ে বঙ্গবন্ধু, ছড়া নয় ছড়ি, অনুভবে তুমি প্রভৃতি উল্লেখযোগ্য।