পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

চাওয়া-পাওয়া

সবকিছুতেই চাওয়া,
চায় সকলে অনেক কিছু
হয় ক’জনের পাওয়া?

চাওয়ার লিস্টি ছোট্ট করে
পাওয়ার জন্য কষ্ট করে
এগিয়ে যেতে পারলে হবে
গন্তব্যেতে যাওয়া।

তখন সবার সুযোগ হবে
অনেক কিছুই পাবে সবে
তখন যাবে ইচ্ছে মতো
অনেক কিছু খাওয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন