পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-১০

ছড়াকার

ছড়া লেখা ভাল কোন 'জব' ও না
লিখে ছড়া কোটিপতি হবো না!
হতে চাই তবু আমি ছড়াকার
ভাবি এই দু'টো হাত গড়া কার?
এই মনে এত কথা কে দিল?
তাঁর কাছে মাথা নত এই জ্ঞান যে দিল।

লিখি ছড়া, পড়ে সেটা ক'জনে?
পাগলামো করি, ভাবে স্বজনে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন