পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-৭

পতাকা
ছড়া আছে বিজয়ের মালাতে
গরীবের ভাত চাওয়া থালাতে।
ছড়া আনে স্বাধীনতা মুক্তি
সত্যের সাথে করে চুক্তি।

বদলাতে জানে ছড়া দিন-কে
ছড়া শোধ করে দেনা, ঋণ-কে।
ছড়া পারে পরাজয় এড়াতে
মঙ্গলে যেতে পারে বেড়াতে!

ছড়া তাই বিজয়ের পতাকা
পতাকায় জনতার মত আঁকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন