বছর কয়েক আগেই তো সে পাশ করেছে এম.এ পথে-ঘাটে ঘুরছে এখন বেকারত্বের জ্যাম-এ। চাকরী খুঁজে পাচ্ছে না তাই বাজছে নাকো বিয়ের সানাই বেকার হাতে বলুন দেখি তুলে দেবে কে মেয়ে? অবশেষে ভিন্ন রকম ব্যবসাতে যায় নেমে! ব্যবসা যে তার চলছে ভালো পাচ্ছে টাকা সাদা-কালো পায় না খুঁজে বিরতিটা যায় না তো কাজ থেমে! অসহ্যবোধ করছে এখন যাচ্ছে মাথা ঘেমে! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন