স্বাধীন দেশে লিখছি বসে স্বাধীনতার ছড়া একাত্তরের সেই কাহিনী হয় কী সবার পড়া? কেমন করে কোন্ বাহিনী যুদ্ধ করেছিল- কার হাতে ঠিক কেমন করে মানুষ মরেছিল? এখন যাদের অল্প বয়স দশ-এগারো-বারো স্বাধীনতার ইতিহাসটা জানতে হবে তারও। জানতে হলে পড়তে হবে বুঝতে হবে সত্য- বিকৃত নয়, চায় সকলে সঠিক খাটি তথ্য। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন