পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

আগুন

আগুন জ্বলে আগুন-
চালের বাজার জ্বলছে আগুন
ডালের বাজার চলছে আগুন
মাছের বাজার তাও;
বাজার হাটের এমন আগুন
দেখতে কী কেউ পাও?

ভোজ্য তেলে আগুন পাবে
আগুন পাবে পেট্রোলে
চুলোয় আগুন না জ্বালালে
কারো কী ভাই পেট চলে?

আগুন, চারিদিকেই আগুন-
জিনিস পত্রের দামে আগুন
রিক্সাওয়ালার ঘামে আগুন
এফএম রেডিওর গানে আগুন
বউয়ের অভিমানে আগুন
আগুন সারা বিশ্বে;
আগুন নিয়ে কী খেলতে পারে
গরীব-দু:খী নি:স্বে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন