ফুটবে কবে শেষ হাসিটা স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত শক্তি ছিল যুদ্ধের আগে তাদের প্রতি হয়তো কারো ভক্তি ছিল! যুদ্ধকালে তারা সবাই আগ্রাসী আর জঙ্গি ছিল এরপরও যে, সব রাজাকার তখন তাদের সঙ্গী ছিল। রাজাকারদের কাছে তখন হরেক রকম মন্ত্র ছিল 'অজ্ঞ' সেজে সেদিন তারা পাক বাহিনীর 'যন্ত্র' ছিল। কিন্তু যখন যুদ্ধে জয়ী হয়ে গেল বীর সেনারা 'মুক্তিযোদ্ধা' সুনাম নিয়ে চলেই এল শীর্ষে তারা। অপরাধী পাক সেনারা চলেই গেল দেশটা ছেড়ে সঙ্গীদেরও শাস্তি দিতে সবাই দিল চেষ্টা ছেড়ে। বছর চল্লিশ পার হয়েছে স্বাধীনতা যুদ্ধ হলো বসলো এবার বিচার সভা এই বুঝি সব শুদ্ধ হলো! সঠিক বিচার হতেই হবে করছে আশা দেশবাসী তা সব কালিমা ঘুচিয়ে দেশের ফুটবে কবে শেষ হাসিটা? |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন