বলতে গেলে কষ্ট লাগে
চোখ ভেসে যায় জলে,
চেয়ারম্যান-কেও হত্যা করে
সরকারি এক দলে!
সন্ত্রাসীদের হাতে ছিল
রাম-দা এবং লাঠি,
হামলা করে রক্তে ভাসায়
নাটোর জেলার মাটি।
নির্মমভাবে খুন যে হলেন
সানাউল্লাহ নূর,
কেমন করে এদেশ থেকে
সন্ত্রাস হবে দূর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন