পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারী, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-৭

ছড়া দেখ সবদিকে
ছড়া দেখ সবদিকে ছড়ানো
বৃক্ষের পাতা ডালে জড়ানো।
পাখিদের সুর করা গানেতে
অঘ্রাণে মাঠ ভরা ধানেতে।
নদীদের ঢেউ তোলা বাঁকেও
ছড়া আছে দাদুর ওই তেল মাখা টাকেও!

ছড়া আছে রিক্সার চাকাতে
কিবা তার চালকের মাথাটাকে ঝাঁকাতে।
রিক্সার বেলে বাজে টুনটান শব্দ
সবকিছু ছড়ার ওই ছন্দতে জব্দ!

ছড়াকার সব ছড়া লিখে না
লোকে তাই কত কিছু শিখে না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন