স্কুলে যায় দশ-এগারো তিনটা বছর কলেজে, ভার্সিটিতে ছয় থেকে আট সময়টা যায় জলে যে! চাকরীটা যে সোনার হরিণ সহজে পায় কোন্ জনে? টেলিফোনেই নিয়োগ হয়ে যায় মামু-খালুর গুঞ্জনে! 'বেকার জীবন হতাশার এক কাফন দিয়ে মোড়ানো- জীবন্ত লাশ' এই কথাটি যায়না মোটে ওড়ানো। আর ঘুমে নয়, জেগে ওঠে কাজে-কর্মে অংশ নেয় আয়রে তরুণ, মরিস না আর বেকারত্বের দংশনে! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন