কেউ বলে ওয়াটার কেউ বলে পানি, কেউ তাকে জল বলে সকলে তা জানি। কেউ বলে আম আর কেউ বলে ম্যাঙ্গো কেউ বলে বিদ্রুপ কেউ বলে ব্যঙ্গ! কেউ বলে স্টোরি আর কেউ বলে গল্প কেউ বলে কম আর কেউ বলে অল্প। এইভাবে- কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর- কেউ বলে গড তিনি গোটা এই বিশ্ব'র। প্রভু তিনি আমাদের লা-শরীক আল্লাহ- তাঁর গুণ-গান গাই বলে বিসমিল্লাহ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন