পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারী, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-১১

ছড়া থাকে রাজনীতি, ভোটেও
স্লোগানেতে জনতার ঠোঁটেও।
থাকে ছড়া নেতাদের ভাষণে
দেখ ছড়া রাজ সিং-হাসনে!

ছড়া হলো সত্যের অস্ত্র,
গরীবের দেহ ঢাকা বস্ত্র-
হয়ে থাকে দিনে আর রাতেও
ছড়া দেখ দুধমাখা ভাতেও!

ছড়া দেখ বুলেট আর বোমাতে
পারে ছড়া সন্ত্রাস দমাতে।
ছড়া হয় সৎ পথে সাথী আর-
হয়ে থাকে বিজয়ের হাতিয়ার!

ছড়া দিয়ে গড়া হয় উৎসব-
দূর হয় সমাজের ভূত সব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন