পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-১

ছড়া আছে সবখানে
ছড়া আছে সবখানে ছড়ানো
ইসকুলে হয় সেটা পড়ানো।
ছড়া আছে মানিব্যাগে পকেটে,
ঘুরে ছড়া বিমানে ও রকেটে।
ছড়া আছে রাজপথে রাজনীতি চর্চায়,
ছড়া শুধু শান্তি ও আরামের ঘর চায়।
ছড়া পড়ে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে,
জঙ্গলে থাকে ছড়া লতা-পাতা জড়িয়ে।
কুকুরের ঘেউ ঘেউ সেখানেও ছড়া হয়,
সব ছড়া সকলের সহজে কী পড়া হয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন