ইচ্ছে করে কষ্ট তো আর চায় না দিতে কেউ মা'কে চাকরীটা যে সোনার হরিণ পায় না খুঁজে কেউ তাকে। চাকরী তো নয় মামার বাড়ি চাকরী যে নয় সিন্দাবাদ সবাই কেবল চাকরীটাকেই বলছে দেখি জিন্দাবাদ। পায়ের জুতো ক্ষয় হয়ে যায় চুল পড়ে হয় টাক মাথা চাকরী খুঁজে পায় না বেকার বয়স বেড়ে যাক না তা। কেমন করে বেকার যুবক করতে পারে সৎ আশা জীবন জুড়ে পায় বেকারে দুঃখ-জ্বালা, হতাশা! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন