তোমার কথা শুনে সবাই উত্তেজনায় ঘামছিল, দেশ জনতার কাছে তোমার অনেক বেশি দাম ছিল। নিরস্ত্র ওই বাঙালিদের যখন ওরা মারছিল, তখন তাদের পাশে থাকার দায়িত্বটা কার ছিল? আগুন নিয়ে ছিনিমিনি ওরাই সেদিন খেলছিল, নিরীহ সব বাঙালিদের মৃত্যু মুখে ঠেলছিল! তুমি যখন কারাগারে হয়ে গেলে দেশ ছাড়া, তোমার সকল শত্রুদেরে করলো সেদিন শেষ কারা? তোমার প্রতি কারো কি আর ভালবাসার শেষ ছিল, তোমার হাতে সত্যি সেদিন 'সোনার বাংলা' বেশ ছিল। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন