প্রতিবাদের বাক্য
মিছিল-মিটিং করবেনা কেউ
সবাই ঘরে বাস করো-
পারলে বাড়ির আঙিনাতে
কুমড়া কদু চাষ করো!
তোমার মতো লক্ষ্-কোটি
মানুষ দেশে বাস করে-
দেশের কথা চিন্তা করে
লাভ কি জীবন নাশ করে?
প্রতিবাদের বাক্য তুমি
বের করো না মুখ থেকে-
জেল-জুলুমের হুমকি আছে
পারবে এসব রুখতে কে?vv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন