তোমার কথা ভাবতে গেলে আমার বড় কষ্ট হয়
তোমার কথায় আমার মতো অনেক জীবন নষ্ট হয়।
তোমার কথা রাখতে গিয়ে অনেকে পথ ভ্রষ্ট হয়
কী আকাঙ্খা তোমার মনে, কারো কাছেই স্পষ্ট নয়।
তুমি হলে নাম্বার ওয়ান, হৃদয় রাজ্যের রাণী মা
কোন যাদুতে মুগ্ধ করো কেউতো কিছু জানি না!
তোমায় নিয়ে কাব্য লিখে লাভ হলো না অল্প
তারচে' ভাল হতো আমার লিখলে কোন গল্প।
কিন্তু এখন দেখছি তুমি করছো শুরু অভিনয়-
তাই তোমাকে জানিয়ে দিচ্ছি এই কবিতায় সবিনয়:
বন্ধ করো বন্ধ করো সাজানো এই নাটক-
তোমার খাচায় করবেনাকো কারো বিবেক আটক!
নয়ন ভরে দেখে তোমায় মন জুড়ালো বাঙালে
তোমায় ঘিরে স্বপ্ন তাদের নিজেই তুমি ভাঙালে।
তোমার সকল তেলেসমাতি জাতির ঘাড়ে টাঙালে
অসহায়ের রক্ত দিয়ে নিজের দেহ রাঙালে।
পাখ-পাখালি, গাছ-গাছালি করলে তোমায় ঘৃণা-
পরকালে খোদার কাছে মুক্তি পাবে কিনা?-
চিন্তা করে এখন তুমি সিদ্ধান্ত নাও নিজে-
নইলে নিজের চোখের জলে নিজেই যাবে ভিজে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন