পৃষ্ঠাসমূহ

বুধবার, ৫ জানুয়ারী, ২০১১

নিরাপদ আশ্রয়

ফটোগ্রাফার তার ক্যামেরায়
তুলছে দারুণ ছবি-
পত্রিকাতে লিখছে দেখ
সাংবাদিক আর কবি।

কী যে করুণ, সেই কাহিনী
একটু যদি বলি,
হয়তো বা কেউ করুণ সুরে
বাঁধবে গানের কলি।

ঘুরে ফিরে একটি কথা-ই
আলোচনায় আসে,
পাবনা জেলা প্রশাসনের
কান্না চোখে ভাসে।

কেমন করে মানবে এসব
শান্তি প্রিয় জাতি?
কী নিরাপদ আশ্রয়ে যে
কাটছে দিবস-রাতই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন