কান যদি হয় কর্ণ তবে নাক হবে কি নর্ক এসব নিয়ে কেউ কোনদিন করছিল কী তর্ক? দাঁতকে যদি দন্ত বলে ঠোঁট তবে কী ঠন্ত- এসব নিয়ে চিন্তা করে লাভটা কী হয় কন্ তো? চোখ যদি হয় চক্ষু তবে মুখ কেন নয় মক্ষ- যেমন করে বুকটাকে ভাই সবাই বলে বক্ষ! হাতকে যদি হস্ত বলে পা তবে কী পস্ত- এসব কথা চিন্তা করে পাগল সে কোন্ মস্ত? পাগলা কবি মিলাতে চায় তার কবিতার ছন্দ, এসব নিয়ে তাই প্রতিদিন ঘটতেছে তার দ্বন্ধ! |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন